Hot post জাবাতে খেলুন দারুণ দুটি গেম- অসাধারণ দুটি জাবা গেম রিভিউ

হ্যালো জাবা ইউজার।
আপনাদের সকলকে এই
পোষ্টে স্বাগতম। এই
পোষ্ট টা জাবা
ইউজারদের জন্য।[br][br]

আপনাদের মতো আমিও
একজন জাবা ইউজার।
তাই আমিও জাবা ফোনে
বিভিন্ন ধরণের গেম
খেলি। তবে গেমের
মধ্যেও এমন অনেক গেম
আছে যেগুলো সবার
কাছে অনেক আকষণীয়
এবং খেলতে ভালো। আর
কিছু গেম আছে যেগুলো
একটুও ভালো লাগেনা।[br][br]
তাই আমরা হয়তো
অনেকের কাছেই
জিজ্ঞাসা করি যে
কোন গেমটা টা
ভালো,কিভাবে খেলতে
হয়। আমিও আপনাদের
কাছে এখন জিজ্ঞাসা
করতেছি যে আপনার
কাছে কোন গেমটা
ফেবোরিট,কিভাবে
খেলতে হয়,গ্রাফিক্স
কিরকম?দয়া করে
কমেন্ট বক্সে জানাবেন।
আর আপনাদের কাছে
অনেক ভালো ভালো গেম
থাকে,গেমের রিভিউ
থাকে,লিংক থাকে
তাহলে এই সাইটে শেয়ার
করবেন প্লীজ। 
[br][br]কারণ
এই সাইট আপনার আমার
সবার সহযোগীতায়
গড়ে উঠতেছে। তাই
সবাই দয়া করে নিজের
সাইট মনে করে পোষ্ট
করবেন। তো এতক্ষণ
তো অনেক বকবক
করলাম।হয়তো অনেকে
বিরক্তি বোধ
করছেন।আসলে কথা না
বলে তো আর পোষ্ট
লিখা যাবেনা। 
[br][br]যাইহোক
এখন মূল কথায় আসি।
জাবা ফোনে আমার খেলা
সবচেয়ে প্রিয় দুটি
গেমের রিভিউ দিবো।[br][br]
হয়তো ইতোমধ্যে
অনেকে গেম দুটো
খেলেছেন। তবুও
আপনাদের কাছে শেয়ার
না করে পারছিনা। আমার
প্রিয় প্রথম গেমটি
হচ্ছে মোবাইল পোকার
ক্লাব। চলুন কিছু ফটো
দেখে নিই।[br][br]

এই গেমটি জাবা ফোন
দিয়ে অনলাইনে খেলা
যায়।ভাবতেই অবাক লাগে
তাইনা কারণ জাবাতেও
অনলাইনে খেলা যায়
এরকম গেম আছে। এই
গেমটি আপনার
নিদিষ্ট বন্ধু বা
অনলাইনে যেকোনো
কারোর সাথে খেলতে
পারবেন এবং গেমটিতে
চিপও জিততে পারবেন।
তবে গেমটি খেলার[br][br][br]

শুরুতে আপনাকে রেজিঃ
করে নিতে । রেজিঃ
করাটও একদম সহজ।
তবে গেমটি আপনাকে
বুদ্ধি সহকারে খেলতে
হবে। তো আর দেরি
কিসের গেমটি
ডাউনলোড করুন এবং
খেলা শুরু করুন।গেমটি
গুগল এবং বিভিন্ন
সাইটে এভেইলেবল তাই
লিংক দেওয়ার
প্রয়োজন বোধ করলাম।[br][br]
এবার আসি আমার
দ্বিতীয় প্রিয় গেমে।
এই গেমটির
গ্রাফিক্সটা এতটাই
মনোমুগ্ধকর যে
সবাইকে গেমটি
আকষণ করবে।[br][br]
গেমটির নাম হলো anno
the new world গেমটির
শুরুতে প্রথমে আপনাকে
শূণ্য একটি দ্বীপ
দেওয়া হবে এবং কিছু
কাঠ এবং টাকা দেওয়া
হবে।আপনি কাঠ দিয়ে
বিভিন্ন বাড়ি এবং
প্রডাক্টস মিল
বানাবেন। [br]এতে করে
সমুদ্রের নাবিকরা
আপনার দ্বীপে বাস করা
শুরু করবে এবং টাকা বা
বাড়ি ভাড়া নেওয়ার
জন্য টাকা দিবে। এভাবে
আস্তে আস্তে আপনার
টাকা বাড়তে থাকবে এবং
লেভেল এগুতো থাকবে।[br][br]

একসময় ডাকাতরা
আপনার রাজ্যে এটাক
দিবে এবং আপনার
সৈন্যদের দিয়ে
তাদেরকে প্রতিহত
করতে হবে। তো আর দেরি কিসের
গেমগুলো এখুনি
ডাউনলোড করুন আর
খেলা শুরু করে দিন।[br][br]

  • আর
    পোষ্টিটি ভালো
    লাগলে একটা লাইক এবং
    কমেন্ট করতে পারেন ।
    ধন্যবাদ

Leave a Comment