আইটেল বাংলাদেশের বাজারে লঞ্চ করল আরো একটি সুন্দর ফোন, ফোনটি দেখতে যতই আকর্ষণীয় ততই ফিচার সমৃদ্ধ।
[img id=337] ফোনটির নাম আইটেল ভিশন 2। যার বাজারমূল্য 8990 টাকা। ফোনটি দেখতে খুবই আকর্ষণীয়। রয়েছে fingerprint সেন্সর। আইটেল এর আগের ফোন গুলোতে দেখা গেছে removal back cover কিন্তু এটাতে একটু ভিন্ন ধরনের এটাই non-removal back cover রয়েছে। আরও রয়েছে সিম ও মেমোরি ট্রে। ফোনটি খুবই স্লিম। এই ফোনটার সবচেয়ে ভালো ও বড় দিক এটার সুন্দর ডিজাইন ❤️।এটার পিছনে রয়েছে finger print sensor। তাছাড়াও এটিতে রাখা হয়েছে face lock এর সুবিধা। তাদের জন্য এই ফোনটা যারা নরমাল ইউজ করবেন। ফোনটি ইতিমধ্যেই দেশের বাজার এবং মানুষের কাছে তুমুল সারা ফেলেছে। আসা করা যায় ফোনটি ভিসন ১ এর মতো জনপ্রিয় হয়ে ওঠে। ফোনটি যেনো সবার কাছ জনপ্রিয় হয়ে ওঠে ।।
[img id=336]
নিচের দিকে রয়েছে 3.5mm audio jack.। micro usb 2.0 port& single speaker। বাম দিকে রয়েছে সিম কাড্ ট্রে ও মেমোরি স্লট। ডান পাশে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন পজিশন ঠিক রয়েছে। সামনের ডিসপ্লে 6.5 notch dispaly hd+। ফোনটিতে camera cut out use করা হয়েছে। ips প্যানেল ও রয়েছে। ডিসপ্লে এর আলোটা ডিরেক্ট সানলাইট এ গেলে একটু কম পাবেন। এটির সিপসেট মোটামুটি ভালো বলা যায়। ফোনটিতে গেমিং এর দিক দিয়ে অনেকটা পিছিয়ে। এই ফোনটার পিছনের camera এর দিকে আসাযাক, camera রাখা হয়েছে 3টি যদিও দেখে মনে হচ্ছে 4টি camera হলো 13 mp। সামনে 8mp। ফোনটির battery হলো 4000 mah।
[img id=336]
[br][br]এরা সবসময়ই চাই দারুণ সব ফোন তৈরি করতে কম দামে এবং এরা এটি সফলভাবে করতে ও পারেন। itel ফোনটি ভালো ভালো আপনারা কিনতে পারেন। ফোনে রয়েছে নানা অসাধারণ ফিচার ❤️। আপনাদের মাঝে তুলে ধরলাম আইটেল ফোন কিনার আগুন। ফোনটা অনেক সহজলভ্। কম বাজেটের মধ্যে একটি অন্যতম ফোন। আপনার যদি কম বাজেট থাকে তাহলে অবশ্যই ফোনটি নিতে পারেন 🌻। তো আজকের আজকের মত এখানেই বিদায় জানালাম ।নতুন নতুন রিভিউ পেতে অবশ্যই আমাদের সাইটটি প্রতিদিন একবারের জন্য ভিজিট করবেন . First of all wear mask and stay safe during this sitution..
[br]Think positive do positive.
[br][br][end]