আমাদের দেশ সোনার শস্য- শ্যামল বাংলাদেশকে নিয়ে কিছু কথা। পার্ট-১

[start]বাংলাদেশ এমন একটা দেশ যেটি স্বাধীন হওয়ার পরে থেকেই ছুটে চলেছে উন্নতির পিছনে। ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় লাভ করে। বাংলার দামাল ছেলেদের জন্য আমরা সবাই পেয়েছি এই স্বাধীন দেশ। বাঙালির যুদ্ধে জয়লাভ করার মহা নায়ক ছিলেন একজন মানুষ,তার নামটা আমাদের কাছে অজানা না হ্যা তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙালিকে দিয়েছে একটি স্বাধীন দেশ। হয়তো এমন একটা মহা নায়ক ছিলেন বলে আমরা পেয়েছি এমন একটা দেশ ❤। ভাবতেই অবাক লাগে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নেই, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। তার পুরো পরিবারটাকে এক সাথে হত্যা করা হয়েছে। আমরা সবাই হারিয়েছি সেই স্বাধীনতার মহানায়ক কে সেই স্বাধীনতার স্থপতি। যদি ও তার সৃতি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে।। তার পুরো পরিবার ও তার হত্যা কারীদেরকে ইতিমধ্যেই সনাক্ত করা গেছে এবং ওর মধ্যে থেকে কিছু লোককে ফাঁসি কার্যকর ও করা হয়েছে।[br][br][img id=354]

বঙ্গবন্ধুকে স্মরণ ও সম্মান প্রদর্শন করতে তৈরি করা হয়েছে অনেক কিছু। যেমনঃ ক্রিকেট, ফুটবল, হকি স্টোডিয়াম তাছাড়া ও নানারকম কিছু। বঙ্গবন্ধু চলে গেছে কিন্তু রেখে গেছেন তার মেয়ে শেখ হাসিনা। তিনিই এখন বাংলাদেশের এখনকার প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশ কে একজন সত্য ও নিভ্ীক দলনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার বাবার স্বপ্নটা আবার পুরণ করার জন্য শপথ ও নিয়েছেন। ইতিমধ্যেই তিনি দেশের ও জনগণের জন্য অনেক কিছু করেছে। বঙ্গবন্ধুর যে য়ে স্বপ্ন ছিল তার মেয়ে শেখ হাসিনা সেগুলো পুরণ করেই চলেছেন অবিরত।[br][br]

আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নগুলো তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করতে সফল হবেন। বঙ্গবন্ধু ও বাঙালির স্বপ্ন পদ্মা সেতু আজ দৃশ্যমান আমাদের স্বপ্ন পুরন হতে চলেছে। এগুলো সব শুধুমাত্র শেখ হাসিনার কল্যাণে। আমরা ধন্য যে এমন একটি প্রধানমন্ত্রী পেয়েছি। এই সবুজ- শ্যামল, সুফলা -সুজলা দেশকে আরো উন্নত করে তুলেছে কিংবদন্তী প্রধানমন্ত্রী।[br][br]

বাংলার বীরেরা যেমন এদেশকে তাদের প্রানের বিনিময়ে স্বাধীনতা দিয়েছেন তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এদেশেকে অনেক কিছু দিয়ে চলেছে।

[br][br]
আমরা সত্যিই ভাগ্যবান এমন একটি দেশে জন্মে। আমাদের হৃদয় শুধু একটা িদিকেই চলে সেটা দেশের ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।।।[br]

এরকম কিছু কথা জানার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন।
[br][br][br][end]

Leave a Comment