Ict এর আলোচনার দ্বিতীয় পার্ট! এই পার্টে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার(abuse of ict)

আমি আপনাদের সামনে
আবারও হাজির হলাম
তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি (ICT) বিষয়ক
আরেকটি পোষ্ট নিয়ে।[br][br]

এর আগে একটি পোষ্ট
করেছি সেটি হয়তো
সকলেই পড়েছেন।যদি
এখনো না পড়ে থাকেন
তাহলে এই লিংক থেকে
এখুনি পড়েনিন
[url=https://intechtips24.co/2021/02/11/ict-কি-এবং-এই-বিষয়ে-কিছু-তথ্য/]click here[/url] তাহলে আপনাদের কিছু জানা
হবে। [br][br]

তো আগের
পোষ্টটি যেহেতু তথ্য
ও যোগাযোগ
প্রযুক্তির ব্যবহার
বিষয়ক ছিলো। তাই এই
পোষ্টটি একটু বপরীত
পোষ্ট করছি অথাৎ
তথ্য প্রযুক্তির
অপব্যবহার বা এর কুফল[br]

। এখন আপনি বলতে
পারেন যে আমরা তো
সবসময় তথ্য
প্রযুক্তির ভালো
দিকটাই পাই খারাপ
দিকটা কোথায়। হ্যাঁ
তথ্য প্রযুক্তির যেমন
ভালো ব্যবহার রয়েছে
তেমনি এর একটা বড়
অংশ খারাপ কাজেও
ব্যবহার করা হয়। [br][br]
তথ্য
প্রযুক্তি যেহেতু
কোনো ব্যাক্তি
বিশেষ বা একক কারোর
কাছে সীমাবব্দ নয় তাই
অনেকে এটা খারাপ
কাজেও ব্যবহার করে
থাকে।তবে আমাদের
কখনো উচিত নয়
এগুলো খারাপ কাজে
ব্যবহার করা । কারণ
আপনার এই খারাপ
কাজের জন্য অন্য
একজন ক্ষতিগ্রস্ত
হচ্ছে । তো কিছু তথ্য
ও যোগাযোগ
প্রযুক্তির খারাপ
দিকগুলো দেখে আসি।[br][br]

বতমান বিশ্বের
ক্ষমতাশীল দেশগুলো
তাদের ক্ষমতা দেখাতে
চায় । ফলে তারা
বিভিন্ন অস্ত্র
সরন্জাম এগুলো তৈরি
করে থাকে যা
প্রযুক্তির অপব্যবহার
এবং যখন তারা এগুলো
যুদ্ধের কাজে ব্যবহার
করে থাকে তখন
জানমালের প্রচুর
ক্ষতি হয়। যা আমরা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে
দেখেছিলাম।
প্রযুক্তির এই চরম
অবক্ষয় গোটা বিশ্বকে
তখন নাড়া দিয়ে
উঠেছিলো। তথ্য
প্রযুক্তির উন্নতির
ফলে আমরা এখন প্রায়
সকলেই এন্ড্রয়েড
ফোন বা কম্পিউটার
ব্যবহার করে থাকি।
তবে কিছু লোক আছে
যারা তথ্য প্রযুক্তিকে
কাজে লাগিয়ে
বিভিন্ন ধরণের
ভাইরাস তৈরি করে
থাকে। আমাদের অসুখ
হলে যেমন ভাইরাস
আক্রমণ করে তেমনি।
এই কম্পিউটার ভাইরাস
হলো এক ধরণের
সফটওয়্যার বিশেষ যা
পুরো কম্পিউটারকে
অকেজো করে দিতে
পারে বা আপনার
অজান্তে বিভিন্ন
তথ্য হ্যাক হয়ে যেতে
পারে। এরকম কিছু
ভাইরাস হলোঃ
malware,overwrite
viruse,spyware ইত্যাদি।
এছাড়া বতমানে
পৃথীবীর প্রায় ৫০% এর
মতো লোক ইন্টারনেট
সংযোগ নিয়েছে যার
ফলে সোশ্যিয়াল সাইট
বৃদ্ধি পাচ্ছে। এবং এর
ফলে আগের মতো এখন
আর কেউ
ব্যয়াম,খেলাধুলা,শরীর­
চচা এগুলা করেনা। যার
ফলে মানুষ একগুয়ে হয়ে
যাচ্ছে এবং শরীরে নানান
ধরণের রোগ বাসা
বাঁধতে শুরু করেছে ! 
[br][br][br]

Leave a Comment