Ict নিয়ে পড়ে আসুন অসাধারণ একটি পোষ্ট এই পোষ্ট রয়েছে Ict কি? এবং এই বিষয়ে কিছু তথ্য

তথ্য প্রযুক্তির সাথে
সকলে কেমন আছেন?
[br]
[br]
ভালো থাকবারই কথা
কারণ তথ্য পযুক্তি
আমাদের জীবনটাই
পাল্টে দিয়েছে । আপনি
কি একটু খেয়াল করে
দেখেছেন আমরা
যেকোনো কাজেই এখন
তথ্য পযুক্তি ব্যবহার
করে থাকি। তথ্য
পযুক্তি ব্যাতিত
একটা মুহূতও আমরা
চলতে পারবোনা। আমরা
প্রতিটি মুহূতেই
তথ্য প্রযুক্তির সাথেই
রয়েছি। তথ্য পযুক্তি
এতটাই উন্নতি লাভ
করেছে যে এখন কোনো
কাজই তথ্য পযুক্তি
ছাড়া হয়না । তাই তো
আমরা প্রতিনিয়ত
তথ্যের খোঁজে ব্যস্ত।[br][br]

আমরা যদি কিছু
শতাব্দী আগের কথা
চিন্তা করে দেখি
তাহলে দেখা যায়
তখনকার যুগ আর
এখনকার কতো
ব্যবধান। তখনকার যুগে
না ছিলো কোনো তথ্য
প্রযুক্তি না ছিলো
তেমন কোনো
যন্ত্রপাতি
ছিলোনা,তখন যদি
একটা চিঠিও কারো
কাছে পাঠাতে হতো
তাহলে কতদিন লেগে
যেতো একবার খেয়াল
করে দেখেছেন
অনেকসময় কাঙ্খিত
লোক চিঠিটা পযন্ত
পেতো না । [br][br]

এছাড়া আরো
অনেক উদাহরণ আছে
যেগুলো বণনা করে
শেষ করা যাবেনা ।

কিন্তু বতমান যুগটা
পুরোটাই একটা
ভাচুয়াল জগৎ। এই যে
আপনারা যে এখন
পোষ্টটি পড়ছেন
সেটাও তথ্য প্রযুক্তির
আওতায়। আমি লিখছি
এক জায়গা থেকে আর
আপনি পড়ছেন অন্য
জায়গা থেকে। এটা
হয়তো এখন সবার
কাছেই সহজ। কিন্তু
এটা কিছুযুগ আগেও
কল্পনাই করা যেতো।
না।

[br][br][br]

আমরা
খেতে,বসতে,পড়তে,সকল
কাজেই তথ্য ও
যোগাযোগ পযুক্তি বা
ict ব্যবহার করছি। এক
কথায় বললে হয় তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
ছাড়া অন্ধ হয়ে পড়েছি।
যেহেতু তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
ছাড়া এখন সবকিছু অচল
সেহেতু বাংলাদেশেও
সকল জায়গায় সকল
ক্ষেত্রে তথ্য পযুক্তি
ছড়িয়ে দেওয়ার
কাযক্রম চলছে।
বাংলাদেশে ২০১৩ সালে
তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির অধিদফতর
স্থাপিত হয় এবং এটির
কাযক্রম এখনো
চলছে। ২০২১ সালে
বাংলাদেশ ডিজিটাল
বাংলাদেশে রূপান্তর
হওয়ার কথা ছিলো যা
ইতোমধ্যেই সফল
হয়েছে। [br][br][br]
অন্যান্য দেশের
মতো বাংলাদেশেও এখন
ই-কমাস,ই-
লানিং,টেলি
চিকিৎসা ইত্যাদি
অনলাইন ভিত্তিক
কাযক্রম শুরু হয়েছে।
যা আমাদের অত্যন্ত
খুশির সংবাদ।
কারণ হাতের নাগালেই
আমরা সবকিছু পেয়ে
যাচ্ছি। [br][br][br]

এছাড়াও যদি
কেউ এসব অধিকার
থেকে বঞ্চিত হয়
তাহলে তথ্য অধিকার
আইন বঞ্চিত হওয়ার
জন্যে মামলাও দায়ের
করতে পারবে। এছাড়া
বাংলাদেশে বতমানে
তথ্যও যোগাযোগ
প্রযুক্তিকে আরো
সহজ করার জন্য
বিপুলভাবে কাজ করে
যাচ্ছে ।

[br][br][br]
তো আজ আর
বেশি কথা বলবোনা। ICT
নিয়ে লিখতে গেলে
লিখে শেষ করা যাবেনা।
তো আজ এপযন্তই।
তথ্য প্রযুক্তির সাথে
সকলেই ভালো থাকবেন।
ধন্যবাদ।

Leave a Comment